অনৈতিক অর্থনৈতিক উপকৃত হয়ে ফায়ারফাইটার/ ড্রাইভার ডিজির নিজস্ব সেলের বদলি বাণিজ্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অনৈতিক অর্থনৈতিক উপকৃত হয়ে ফায়ারফাইটার/ ড্রাইভার ডিজির নিজস্ব সেলের বদলি বাণিজ্য


এবি সিদ্দীক ভূইঁয়া :অনৈতিক অর্থনৈতিক উপকৃত হয়ে ফায়ারফাইটার/ ড্রাইভার ডিজির নিজস্ব সেলের বদলি বাণিজ্য।সরকারি নিয়মকানুন না মেনে নিজের মন গড়া নিয়মকানুন দিয়ে ফায়ারফাইটার/ ড্রাইভার ডিজির নিজস্ব সেলে বদলি। সরকারি নিয়মে যেখানে ক্ষমতা দেওয়া হয়েছে, ড্রাইভার ফায়ার ফাইটার বদলি করবেন উপপরিচালক প্রশাসন অর্থ। এবং নিয়ম অনুযায়ী, বলা যায় সর্বোচ্চ পরিচালক প্রশাসন অর্থ পর্যন্ত নিষ্পত্তি হবেন। কিন্তু সেটা ঠিক উল্টা।বর্তমান যে ডিজি রয়েছে তিনি এখজন সৎ সশস্ত্র অফিসার তাকে ব‍্যবহার করে একটি গ্রুপ নিজস্ব এজেন্ট বাস্তবায়ন করতেছে।প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তা হল আবেদনের মাধ্যমে বদলি হবেন। কিন্তু একটি গ্রুপ ডিজির সততাকে ব‍্যবহার করেন। যারা আবেদন করে বদলি হয় চেষ্টা করেন।তাদের কাছে একটি গ্রুপ অর্থের বিনিময়ে বদলির ব‍্যবস্থা করেন । ফায়ার ফাইটার ড্রাইভার বদলি হওয়ার আগে ডিজির নিজস্ব সেল থেকে ফোন যায় অথচ এ খবর ডিজি জানেন না। যারা বদলির আবেদন করেছেন বদলির সেল থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ফোন দেয় এরাই হল সেই অসৎ কর্মকর্তা কর্মচারী গ্রুপ । এবং আবেদনকারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বিভিন্ন বিকাশের মাধ্যমে প্রমাণসহ সেটা আছে।বর্তমানে আবেদনের নামে নাটক করিয়ে, আবেদন দেখিয়ে বদলি হয়েছে পাঁচটা আর জনস্বার্থে বদলি হচ্ছে ৫০ টা। শুধু তাই নয় ড্রাইভার ফায়ার ফাইটার কে নিয়ে অনিয়মের শেষ নেই। যেখানে বদলি নীতিমালাতে বলা হয়েছে,নিজ জেলা চাকরি করতে পারবেন না, তারা সকলেই সেটা মেনে নিয়েছে তবে, নিজ জেলা ব্যতীত অন্য জায়গায় কোথাও কোন স্টেশনে চাকরি করতে চাইলেও সেটা ডিজিকে ব‍্যবহার করে এ গ্রুপ বদলি হতে দিচ্ছে না। বর্তমান মহাপরিচালকে দিয়ে নিয়ম বহির্ভূত কাজ করাতেই এ চেষ্টা অসাধু কর্মকর্তা কর্মচারিদের । এ গ্রুপ একটি পরিকল্পনা করেছেন, ঢাকা থেকে দক্ষ ফায়ার ফাইটার ড্রাইভারকে সরানোর জন্য।ঢাকার বাইরে থেকে ঢাকায় নিয়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন যেটা সামনে অগ্নি নির্বাপনের জন্য অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে অধিদপ্তরকে। ঢাকাতে যারা আছেন ওনারা অনেক দক্ষ উনারা অনেক কিছু জানেন। অন্য দিকে বর্তমানে ডিজিকে দিয়ে এসকল সিদ্ধান্ত নেয়ার চেষ্টা চলছে।এ খবর বাহিরে ছড়িয়ে পরলে সকল কর্মচারীদের মন ভেঙে যায় ।সকল কর্মচারী বলতেছেন। যেহেতু ডিজির নিজস্ব সেল বাস্তবায়ন করবেন, এক জায়গায় যদি চার বছর তিন বছর হয়ে যায়। তাহলে ডিজির সেল স্যার নিকটতম ঢাকার ফায়ার স্টেশনে বদলি দিলেই অপারেশন কাজে কোন বিগ্ন ঘটবে না। সকল কর্মচারী বলতেছেন, মহাপরিচালকে দিয়ে যদি এমন একটি কাজ বাস্তবায়ন করেন তাহলে অর্থনৈতিক উপকৃত হবেন অসাধু কর্মকর্তা কর্মচারীরা আর বিপাকে পরতে পারেন বতর্মান সৎ ডিজি। অন্য দিকে জানাযায়,ঢাকা সহ সারা বাংলাদেশের সকল স্টেশনের কর্মচারীরা মহাপরিচালকের অফিস ঘেরাও করবেন। ডিজির নিজস্ব ছেলের এই অনৈতিক সিদ্ধান্তে রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে অসাধু গ্রুপ চক্রের । প্রতিটা বদলিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা নেওয়া হচ্ছে।

অত্র অধিদপ্তরে একজন উপপরিচালকে ফোন দেই। নাম বলতে অনেক অনুচ্ছুক এ কর্মকর্তা আরো কিছু অভিযোগ এসেছেন, বর্তমান ডিপার্টমেন্টের সকল কর্মচারীদের মন ভেঙে যাচ্ছে।ছোট কর্মচারীর বদলি গুলা মহাপরিচালক না দেখলে ভালো হয়।এটা উপ পরিচালক প্রশাসন করলেই ভালো হয়,কারণ ওনারা মাঠ লেভেলে কাজ করে আসছেন কেমনে কিভাবে কি করলে ভালো হয় উনারা বুঝেন। তিনি আরো বলেন, ঢাকাতে যদি কোন দক্ষ ফায়ারফাইটার থাকে
নিজ জেলা ব্যতীত তাদেরকে নিকটতম অন্য কোন স্টেশনে বদলি দেওয়া যেতে পারে, কারণ তারা ঢাকার একটা পরিস্থিতির সাথে সম্পৃক্ত। তাদের অনেক অভিজ্ঞতা আছে, দক্ষতা রয়েছে, টেকনিক রয়েছে , তারা মেক্সিমাম রাস্তা লোকেশন চিনে, বাস্তবতা দেখেছেন। যদি তাদেরকে পার্শ্ববর্তী কোন স্টেশনে রাখা যায় তাহলে ফায়ার সার্ভিসের সেটা উন্নতি আমি মনে করি। মহাপরিচালক অনেক ভালো মানুষ তাকে যদি এটা বুঝানো যায় ভালো ভাবে অবশ্যই উনি সম্মতি দিবেন।কিন্তু একটি গ্রুপ একাজ করতে দিবেন না। বলা হয়ে থাকে এই ডিপার্টমেন্টের মেরুদন্ড হচ্ছে ড্রাইভার ফায়ার ফাইটার। অগ্নিকান্ডে মারা গেলে ওনারাই যায় । উনাদেরই অনেক অবদান। সুতরাং উনাদেরকে বাদ দিয়ে কোন সংস্কার করা ঠিক হবে না। উনাদেরকে কষ্ট দিয়ে কোন লাভ হবে না। তাদেরকে আমাদের আরো উজ্জীবিত করতে হবে, উৎসাহ দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে তাহলে আমাদের ফায়ারের অগ্নিকাণ্ডের সকল কাজে তাদের মনবল থাকবে । বর্তমানে আমরা অনেক অগ্নিকাণ্ডের সম্মুখীন হচ্ছি, এ অবস্থায় এই সিদ্ধান্ত নেয়া উচিত হবে না আমি বলে মনে করি। মহাপরিচালক যদি বদলির বিষয় গুলো যারা বুঝেন এবং এ বিষয়ে দক্ষ জানেন তাদের হাতে ছেড়ে দিলেই ভালো হয়।নিজ জেলা ব্যতীত বাইরের জেলা যেন কিলোমিটার উল্লেখ না করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালক,ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ফায়ার সার্ভিসের সকল ষ্টাফবৃন্দরা। কিন্তু এ প্রতিবাদও আমলে নেওয়া হয়নি।ফায়ারফাইটার/ ড্রাইভার ডিজির নিজস্ব সেলে বদলিতে যে অবৈধভাবে টাকা নেয়া হচ্ছে। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি জানিনা করা নিচ্ছে আমাকে বলেন যদি এখা বলতে না পারলে পরে অভিযোগ আকারে জানান তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আইনের আওতায় এনে বিচারের ব‍্যবস্থা করা হবে।

Top