রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে
মহাব্বাতুল্লাহ: রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এজন্যই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে। সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো-দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়। এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বুধবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জামায়াত আমির এ কথা বলেন। জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, রাজনীতিবিদরা নিজেরা স্বচ্ছ থাকলে দেশের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জনগণের সম্মানও তারা অর্জন করবে।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার বিষয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি ‘যৌক্তিক সময়’ চায়। এ বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে তিনি চিকিৎসকদের প্রতি দেশের জনগনের যে প্রত্যাশা, তা পূরণে কাজ করার আহ্বান জানান। চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে, বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।জামায়াতের আমির বলেন, গবেষণা ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। দেশের চিকিৎসা এগিয়ে গেলেও ওষুধের কাঁচামালে এখনো আমদানি নির্ভরশীল। চিকিৎসকদের পড়াশোনা ও গবেষণার ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানান।সমাবেশে বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করাসহ ১৪ দফা দাবি জানান চিকিৎসক সমাজের নেতারা।
এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।আ.লীগ ভারতের কাছে দেশটা ইজারা দিয়েছিল : যশোর ব্যুরো জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি। মানুষের মান-ইজ্জত নিয়ে টানাটানি করছে। আওয়ামী লীগ ভারতের কাছে এই দেশটা ইজারা দিয়েছিল। দেশ স্বাধীনের পর আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারিনি। সেই কারণেই তার মূল্য আমাদের পরিশোধ করতে হচ্ছে। বুধবার রাতে যশোর শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে জামায়াতের যশোর জেলা শাখা। জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।