চাঁদাবাজি এখনো চলছে শুধু ফ্ল্যাগ বদল হয়েছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের আগে এ দেশে চাঁদাবাজি হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি হয়েছে। এসব চাঁদাবাজি এখনো চলছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, এক হাত থেকে অন্য হাতে গিয়েছে।শনিবার রাতে একটি হোটেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াতে ইসলামীর আমির বলেন, যেখানে আমাদের শীর্ষ ১১ নেতাকে খুন করা হয়েছে, সব অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। এমন যন্ত্রণা বুকে নিয়ে বলেছি, দেশকে আমরা ভালোবাসি, মানুষকে আমরা ভালোবাসি।
তিনি বলেন, চাইলে আমরা কিছু চাঁদাবাজি করতে পারতাম। কিছু দখল নিতে পারতাম। কিন্তু এটা আমাদের জন্য হারাম মনে করি। নেতাকর্মীদের সেই বার্তাই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ সময় তিনি বলেন, আমরা এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে জনপ্রতিনিধি হলে সম্পদ বাড়বে না বরং কমবে। কারণ শুধু সরকারি টাকায় জনসেবা হবে না নিজের টাকাও খরচ হবে। তিনি বলেন, বর্তমানে রাজনীতি একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এমপি হলে সম্পদ শুধু বাড়তেই থাকে। আমরা সেটা ভুল প্রমাণ করতে চাই।
এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্ট থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া ছিল যাতে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সেটা তারা করতে সক্ষম হয়েছে। প্রমাণ করেছে জামায়াতে ইসলামীর হাতে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।তিনি বলেন, জামায়াতে ইসলামীর হাতে যদি জাতির কোনো দায়িত্ব আসে, আল্লাহ ভালো জানেন, তবে তা মালিকানা হিসাবে নয় পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করব।