সাবেক সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেফতার দুই দিনের রিমান্ডে
আলোকিত বার্তা:ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর গেলে তাকে গ্রেফতার করা হয়।সাবেক সচিব ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য। তিনি খাদ্য মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর হাজির হলে ইসমাইল হোসেনকে আটক করা হয়। রাতেই তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখায় বিমানবন্দর থানা পুলিশ। বিকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জিএম ফারহান ইশতিয়াক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ যুগান্তরকে জানান, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এলে তাকে আটক করা হয়। শনিবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেনো বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তার বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না এবং বিদেশ গমনের উদ্দেশ্য কী সেটি জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের নানা সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে দেশের অন্য কোথাও কোনো মামলা, পরবর্তীতে সেটিতেও গ্রেফতার দেখানো হবে।