রাজনৈতিক দলের নাম নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের নাম নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন।শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

রাজনৈতিক দলের নাম নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র যোগ করেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।গত ৮ সেপ্টেম্বর ৫৫ সদস্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।নাগরিক কমিটির লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়- অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা এবং এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

Top