বুদ্ধিজীবী হত্যাকারীদের চিহ্নিত করার দাবি জামায়াতের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধিজীবী হত্যাকারীদের চিহ্নিত করার দাবি জামায়াতের


মহাব্বাতুল্লাহ:স্বাধীনতার আগমুহূর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।এদিন সূর্যসন্তানদের হারায় দেশ। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।গতকাল শনিবার বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন,কারা এই নৃশংসতা ঘটিয়েছিল,জাতির সামনে এখনও প্রকাশ করা হয়নি। তবে তাদের এখন চিহ্নিত করার সময় আছে।তিনি আরও বলেন, স্বাধীনতার পর জহির রায়হান তথ্যচিত্র তৈরির কাজ শুরু করেন। হঠাৎ তিনি নিখোঁজ হন। আজ পর্যন্ত তাঁর ও তথ্যচিত্রের সন্ধান পাওয়া যায়নি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনে জহির রায়হানের তথ্যচিত্র উদ্ধার প্রয়োজন।

ভারতের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন,তাদের সহযোগিতায় স্বাধীন হয়েছি প্রচার করা হয়।তারা মূলত দুটি কারণে সাহায্য করেছে।প্রথমত. ১৯৬৫ সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়া এবং দ্বিতীয়ত.বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানো। এ কারণেই বন্ধু সেজেছে।অনুষ্ঠানে অপর নেতা আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, বজয়ের এক দিন আগে বেছে বেছে সাংবাদিক, শিল্পী, গবেষক, শিক্ষক বুদ্ধিজীবীদের হত্যা করল কারা? আধিপত্যবাদীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটি স্পষ্ট। এ রহস্য উদ্ঘাটন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

Top