একটি দলের ব্যর্থতার জন্য ১৯৭১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একটি দলের ব্যর্থতার জন্য ১৯৭১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে


মোহাম্মাদ নাসির উদ্দিন : একটি দলের ব্যর্থতার জন্য ১৯৭১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। সেটাই যেন সবার প্রত্যয় হয়। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান হয়েছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেখেছি, ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।

আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহিদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক ধরনের মানসিকতার জন্য, একটি দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার।

Top