ঢাকার বায়ুদূষণের মাত্রা মারাত্মক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

ঢাকার বায়ুদূষণের মাত্রা মারাত্মক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে


নুর নবী জনী:কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা মারাত্মক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। রোববারও বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ছিল ২য়। সকাল সাড়ে ৮টায় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৯১। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। এ সময় বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে লাহোরের স্কোর ৩৯৯, যা ‘দুর্যোগপূর্ণ’। শুক্রবার এবং শনিবারও ঢাকার বায়ু ছিল খুব অস্বাস্থ্যকর।রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলো হলো-ইস্টার্ন হাউজিং-২, ঢাকার মার্কিন দূতাবাস ও বেচারাম দেউড়ি।রোববার বায়ুদূষণে ৩য় ও ৪র্থ অবস্থানে ছিল যথাক্রমে ভারতের দিল্লি ও কলকাতা। শহর ২টির স্কোর যথাক্রমে ২৬৬ ও ১৯৪। ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসাবে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসাবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

Top