গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।বুধবার (২০ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া আদালত মা‌ঠে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে ফেনী-১ আস‌নের বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল জনসভায় প্রধান অতি‌থির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন।মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, তথা ভোটের মাধ‌্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।তি‌নি ব‌লেন, ‘দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও তাদের দ্রুত বিচার করতে হবে। তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।বিএন‌পি মহাস‌চিব বলেন, ‘প‌তিত সরকা‌রের আম‌লে বিএন‌পির ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছিল। ৫২ হাজার মামলা হয়েছিল। সাত হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এখনো অনেকে তা‌দের বাবাকে খুঁজে ফিরছে। এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল, এখনো আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা আগামী দিনেও থাকবে।

‌ফেনী-১ আস‌নের সাংগঠ‌নিক সমন্বয়ক ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএন‌পির আহ্বায়ক র‌ফিকুল আলম মজনুর সভাপ‌তি‌ত্বে জনসভা সঞ্চালনা ক‌রেন কেন্দ্রীয় নেতা বেলাল আহ‌মেদ ও আবু তা‌লেব।‌বি‌শেষ অতি‌থি ছি‌লেন বিএন‌পি চেয়ারপারসনের উপ‌দেষ্টা আবদুস সালাম ও অধ‌্যাপক জয়নাল আবদীন ভি‌পি, কেন্দ্রীয় যুগ্ম-মহাস‌চিব শহীদ উদ্দিন চৌধুরী এ‌্যানী, বিএন‌পি চেয়ারপারসনের বি‌শেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠ‌নিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু, অ্যাড‌ভো‌কেট মেজবাহ উ‌দ্দিন খান, অ্যাড‌ভো‌কেট শা‌হেনা আক্তার শানু, জেলা আহ্বায়ক শেখ ফ‌রিদ ব‌াহার, সদস‌্য স‌চিব আলাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক এম এ খা‌লেক প্রমুখ।এর আগে দুপু‌রে তি‌নি বিএন‌পির চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার বাবার বাড়ি ফুলগাজীর শ্রীপু‌রে বন‌্যায় ক্ষ‌তিগ্রস্তদের মা‌ঝে ঢেউটিন ও শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।‌ তি‌নি দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে পৌঁছ‌লে বেগম জিয়ার প‌রিবা‌রের পক্ষ থে‌কে ফুল দি‌য়ে অভ‌্যর্থনা জানা‌নো হয়।

Top