সড়ক ব্যবস্থাপনায় চালকদের শৃঙ্খলায় আনতে হবে
মোহাম্মাদ রফিকুল ইসলাম:সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সারা দেশের সব যান চালকদের শৃঙ্খলায় আনতে শ্রমিকের মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হয় না যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার উপর প্রতিবন্ধকতা, রেল লাইন তুলে দিতে খুব বেশি টাকা প্রয়োজন নেই। এর চেয়ে বেশি টাকা শেখ হাসিনার পরিবারের সদস্য ও অ্যাসোসিয়েটরা নিয়ে গেছে। জনগণের টাকা লুটপাট হয়েছে। এজন্য সামগ্রিকভাবে আমরা পুরো জাতি দায়ী।তিনি বলেন, মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এজন্য চালকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্ম ঘন্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তাছাড়া তাদের পরিচয় থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মো. মাহবুব হোসেন সোহেল সব ড্রাইভারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় চালকদের প্রয়োজনে এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানারে বা সেক্টরওয়াজ ব্যানারে কাজ করুন।অনুষ্ঠানে বক্তারা বলেন, যানজট নিরসন করতে হলে দক্ষ চালক প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার অপেশাদার সকল কে সচেতন করে গড়ে তুলতে হবে। পেশাদার চালকদের ৮ ঘণ্টা একটানা ডিউটির পর নিরাপদ দূরত্বে বিশ্রামাগার করা প্রয়োজন। সেই সাথে চালকদের সময়ের আওতায় এনে তাদের ন্যায্যমজুরির ব্যবস্থা করতে হবে এবং চালকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করতে হবে।বক্তারা আরও বলেন, বিশ্বে ড্রাইভিং নামক ঝুঁকিপূর্ণ এ পেশায় আমরা সর্বদা নিয়োজিত থেকে জনসাধারণের চলাচলসহ বিভিন্ন মাধ্যমে অর্থনীতির চাকা কে সমুন্নত রাখছি। ড্রাইভারদের বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয়, তাই দুর্ঘটনায় নিহতের পরিবারকে রাষ্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও আহত চালকদের সু-চিকিৎসার ব্যবস্থা করা জন্য সরকারের প্রতি দাবি জানান।
আন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে বক্তারা বলেন, বর্তমানে ড্রাইভারের সংখ্যা প্রায়ই ৫০ লাখেরও বেশি। তা দিন দিন আরো বেড়েই চলছে। তাই ড্রাইভারদের মান উন্নয়নে প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন- অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন। অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।