বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাব দেশকে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাব দেশকে


মহাব্বাতুল্লাহ:ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই এখনো চলমান।আমরা অবশ্যই আমাদের মাতৃভূমিকে রক্ষা করব এবং মাতৃভূমিকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাব। গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর।উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ, যুবক ও ছাত্ররা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছেন।পুরো পৃথিবী এখন দেখতে চায়, এই তারুণ্য, এই যুবশক্তি বাংলাদেশকে এরপর কোথায় নিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী। আমরা বলি, তারুণ্য হবে দেশের চালিকাশক্তি। তিনি বলেন, আমরা বলেছিলাম বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সেই স্বপ্ন আজ বাংলাদেশের সবাই দেখছে। এবং তরুণদের এ স্বপ্ন বাংলাদেশে পূরণ হবে, সেটিই সবার প্রত্যাশা। যুব অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আশা করব, নতুন বাংলাদেশে সেই ভূমিকা তারা পালন করবে।উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছেন। ফলে বাংলাদেশের সব ক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসবেন, সেটিই সবার প্রত্যাশা। রাজনীতি, সমাজ, অর্থনীতি সব কিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরো বলেন, যে প্রজন্ম রক্ত দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, সেই প্রজন্ম স্বপ্নও পূরণ করতে পারে, তা প্রমাণ করতে হবে। আমাদের এ সামষ্টিক অগ্রযাত্রায় সবার সহযোগিতা পাব, সবাই তরুণদের জায়গাটি করে দেবেন, আমাদের এমন প্রত্যাশা থাকবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তাদের হাতে পদক তুলে দেওয়া হয়।রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে এ উপলক্ষ্যে গতকাল সকালে রাজশাহী বায়া ব্রিজ চত্বর এলাকায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।স্টাফ রিপোর্টার, গারো পাহাড় সীমান্তাঞ্চল থেকে জানান, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের অলোচনা সভা ও ঋণ বিতরণী সভায় ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল আলম রাসেল।মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, জকিগঞ্জে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম ।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ফলজ গাছ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনে।

সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সদরপুরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আকলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।

সিংগাইর (মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন আয়োজিত যুব ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ ও শপথ বাক্য পাঠ করানো হয়। যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে এ উপলক্ষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্করের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, টঙ্গীবাড়ীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু।
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন মো. ওমর ফারুক। সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

Top