‘র’ ঘনিষ্ঠ কর্মকর্তাকে পুলিশ সদর দফতরে বদলি,নীরব দর্শকের ভূমিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মোহাম্মাদ মুরাদ হোসেন: পদোন্নতি পাওয়া ১০ জন অতিরিক্ত আইজিপিকে পদায়ন করা হলেও পুলিশ বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট এসবির প্রধান হিসেবে কাউকে পদায়ন করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত (যিনি চার বছরের অধিক সময় দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন) কর্মকর্তাকেও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। এ নিয়ে পুলিশ সদর দফতরসহ পুরো পুলিশ বাহিনীতে ক্ষোভ বিরাজ করছে। রহস্যজনক এ ধরনের বদলি ও পদায়নে নিরব দর্শকের ভূমিকা পালন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরব ভূমিকার কারণে ছাত্র-জনতার আন্দোলনকে যারা দমিয়ে রাখতে চেয়েছিল সেই সব কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন হচ্ছেন। এসব কর্মকর্তার মধ্যে ছাত্রলীগ ক্যাডার কর্মকর্তাও রয়েছেন। যে সব পুলিশ কর্মকর্তা আওয়ামী সরকারকে রক্ষা এবং বৈষম্য বিরোধী আন্দোলন দমনে মুখ্য ভূমিকা রেখেছিলেন তারা এখন পুলিশ সদর দফতরে বসে সারাদেশের পুলিশকে পরিচালনা করছেন। মামলার আসামি হয়েও পুলিশ সদর দফতরে দায়িত্ব পালন করছেন পুলিশ কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে।ওই কর্মকর্তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম দেখে মনে হয় খুন-গুমের সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের রক্ষা করার এক ধরনের এজেন্ডা নেয়া হয়েছে। অথচ গত ১৬ বছর ধরে যে সব পেশাদার, সৎ ও মেধাবী পুলিশ কর্মকর্তা বঞ্চিত হয়েছিলেন তারা এখনও বঞ্চিত। পুলিশের বিভিন্ন ইউনিটে শূন্য পদ থাকার পরেও বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে কোন উদ্যোগ নেই পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নে ডিআইজি হিসেবে কর্মরত ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রাপ্ত গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নের কাজ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয়া। গত ৪ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় মুখ্য ভূমিকা পালন করেছেন ডিআইজি গোলাম কিবরিয়া। অথচ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত (যিনি চার বছরের অধিক সময় দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো.জাহাংগীর। এমন কর্মকর্তাকেও বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয় দেখভাল না করে বরং আওয়ামীপন্থী ক্যাডার কর্মকর্তাদের পুনর্বাসন করছে বলে গোয়েন্দা জানিয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো.মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো.আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো.দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নে ডিআইজি হিসেবে কর্মরত ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রাপ্ত গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত আইজি, পিবিআই ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে। সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত (সুপারনিউমারারি) কুমুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।