দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি


আলোকিত বার্তা:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার বিকেলে ঘোষণা করা ১৫ জনের দলে নেই কোনো নতুন মুখ। ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র একজনকে। তিনি হলেন পেসার খালেদ আহমেদ।যাকে নিয়ে সবার কৌতূহল, আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি আছেন দলে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। মাত্র তিনজন পেসার (তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা)। তবে স্পিনারের ছড়াছড়ি। সাকিব, মিরাজ, তাইজুলের সাথে বাড়তি হিসেবে আছেন অফস্পিনার নাইম হাসানও।

প্রথম টেস্টের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Top