প্রতিরোধহীন হারে শুরু বাংলাদেশের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

প্রতিরোধহীন হারে শুরু বাংলাদেশের


ডা.মুন্সী মুবিনুল হক: মাঠ নতুন, উইকেটের চরিত্র নিয়ে তাই কিছুটা ভয় ছিলই। কিন্তু বল ভালোভাবেই ব্যাটে এসেছে। বাংলাদেশের ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়ে বরং উলটো আতঙ্কই ছড়িয়েছেন গোয়ালিয়রে। টি ২০ ফরম্যাটে নাজমুল হোসেনদের ব্যাটিংয়ের রুগ্ণরূপ আরও একবার বেরিয়ে এসেছে। রোববার শ্রীমান্ত মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। একটি জুটিও ৩০ ছুঁতে পারেনি। ব্যাটার আসা-যাওয়ার মিছিলে ১৪ মাস পর টি ২০ ক্রিকেটে ফেরা মেহেদী হাসান মিরাজের সর্বোচ্চ ৩৫* রানেই ১২৭ রান করতে পারে সফরকারীরা। মামুলি লক্ষ্য বানিয়ে ভারত ম্যাচ জিতেছে ১১.৫ ওভারেই। ৪৯ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে বিশাল জয় নিশ্চিত করে ভারত। একপেশে ম্যাচে বাজেভাবে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গেল সফরকারীরা।

উইকেটে যে বোলারদের জন্য তেমন কিছু নেই, সেটা ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন ভারতের ব্যাটাররা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৭১ রান তুলে ফেলে স্বাগতিকরা। অভিষেক শর্মাকে সরাসরি থ্রোতে রানআউট করেন তাওহিদ হৃদয়। এরপর সূর্যকুমার যাদবের তাণ্ডব থামান মোস্তাফিজুর রহমান। তিন ছয় ও দুই চারে ১৪ বলে ২৯ করে ফেরেন অধিনায়ক। পরে বল হাতে নিয়েই ওপেনার সাঞ্জু স্যামসনকে (২৯) ফেরান মিরাজ। এরপর ১৬ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৩৯* রানের ব্যাটিং তাণ্ডব দেখান হার্দিক পান্ডিয়া। তাসকিনকে ছক্কা মেরে জয়ও নিশ্চিত করেন তিনি। নিতীশ কুমার অপরাজিত থাকেন ১৬ রানে।

তার আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাস পয়েন্ট দিয়ে দারুণ এক চার মেরে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে ফেরেন। দুটি চার মারা আরেক ওপেনার পারভেজ হোসেন আর্শদীপকে অফ সাইডে মারার চেষ্টা করলে সেটা ব্যাটে লেগে বল স্টাম্পে আঘাত হানে। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন। তবু তাদের ২৬ রানের জুটিই সর্বোচ্চ হয়ে রইল। শুরুতে জীবন পেয়েও ছক্কার চেষ্টায় লং-অনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হৃদয়। এক প্রান্ত আগলে রাখা নাজমুল করেছেন ২৭ রান। ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে ফিরতি ক্যাচ দিয়ে ফেরা অধিনায়কের ২৫ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা। মাহমুদউল্লাহর জন্য সিরিজটি ক্যারিয়ারের হিসাবনিকাশ মনে করা হচ্ছে। দলের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটার পাঁচে নেমে দুই বল খেলে এক করে ফেরেন। নেমেই ছক্কা মারা জাকের আলী ইনিংসটা দুই অঙ্কেও নিতে পারেননি। কারও ব্যাটিংয়ে দেখা যায়নি ইনিংস বড় করার মানসিকতা।

সাকিব আল হাসান অবসরে চলে যাওয়ায় অলরাউন্ডার হিসাবে আবার দলে ফিরেছেন মিরাজ। একাদশে সুযোগ পেয়েই আবার যোগ্যতার প্রমাণ দিলেন। ৩২ বলে তিন চারে ৩৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। তবুও রিশাদ হোসেন (১১) ও তাসকিন আহমেদ (১২) দুই অঙ্কে পৌঁছানোর কারণে স্কোরটা ১২৭-এ থামে। এক বল বাকি থাকতেই অলআউট হয় সফরকারীরা। প্রথম ছয় ব্যাটার মিলে করেন ৬০ রান। আর শেষের পাঁচজনের ব্যাট থেকে আসে ৫৯ রান। ভারতের আর্শদীপ ও বরুণ তিনটি করে উইকেট নেন।

Top