১ হাজার ৫৮১ জন নিহতের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১ হাজার ৫৮১ জন নিহতের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি


মোহাম্মাদ মুরাদ হোসেন:সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত ১ হাজার ৫৮১ জন নিহতের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এতে আহত হয়েছেন ৩১ হাজারের বেশি। নিহতদের বেশির ভাগই ১৮ থেকে ৩০ বছরের তরুণ এবং দরিদ্র পরিবারের।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, আমাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি, বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমাদের প্রাথমিক তালিকার তথ্য যাচাই-বাছাই করতে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা দেবে।প্রাথমিকভাবে সংগৃহীত এ তথ্য চূড়ান্ত নয় উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটি তৈরি করেছি, সেটি চূড়ান্ত তালিকা নয়। এখনো অনেক ব্যক্তি রয়েছেন যারা শহিদ হয়েছেন, কিন্তু তাদের নাম এই তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে আমাদের হাতে পৌঁছায়, সেসব তথ্য হাতে পেলে হয়তো এ সংখ্যায় পরিবর্তন আসবে।

স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম জানান, শহিদদের এই প্রাথমিক তালিকা যাচাই করতে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তারা প্রতিটি পরিবারের কাছে গিয়ে তথ্যের সত্যতা পূর্ণাঙ্গ যাচাই করবেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূঁইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইয়ের নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ১৭ সদস্যের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি গঠিত হয়। এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে বলে সে সময় জানানো হয়।

Top