বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে যেসব‘গায়েবি মামলা’ হয়েছে, সেগুলোর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে যেসব‘গায়েবি মামলা’ হয়েছে, সেগুলোর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:গায়েবি মামলায় হয়রানি,গ্রেপ্তার ও নির্যাতনে জড়িতদের চিহ্নিত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।এর আগে ২৮ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে তিনি নিজেকে গায়েবি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে উল্লেখ করেন।

ওই নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়।পরে এ আইনজীবী বলেন,উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দিতে আবেদনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে যেসব‘গায়েবি মামলা’ হয়েছে, সেগুলোর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

Top