বিআরটিসি থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহার সঠিকভাবে পালন কারী এক কর্মকর্তার নাম ম্যানেজার জামিল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআরটিসি থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহার সঠিকভাবে পালন কারী এক কর্মকর্তার নাম ম্যানেজার জামিল


এবি সিদ্দীক ভূইঁয়া :বিআরটিসি থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহার সঠিকভাবে পালন কারী এক কর্মকর্তার নাম ম্যানেজার জামিল। বতর্মানে বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। বতর্মানে বরিশালে তাহার সুনাম সর্বত্র ছড়িয়ে পরেছে। ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের পতনের পর। ছাত্র জনতার বিজয়ের পরে ছাত্র ছাত্রীরা দাবি তুললে উপরে কর্মকর্তাদের সাথে আলোচনা করে ঘোষণা দিল।বরিশালে শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ ভাড়া কমানোর।বিআরটিসি বাসে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন বরিশালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত ( বৃহস্পতিবার ১৫ আগস্ট) থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।তিনি জানান, বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ৩০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। বরিশাল থেকে দেশের যেকোনো গন্তব্যে আসা-যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে।এর আগের দিন গত (বুধবার ১৪ আগস্ট ) ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মওকুফের দাবি করি। বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।এদিকে এর আগে বিআরটিসি খুলনা ডিপো ম্যানেজার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনের আগে বরিশাল দায়িত্ব পালন করে। পরবর্তীকালে খুলনায় বদলি করা হয় একজন সৎ কর্মকর্তা জামিলকে। পরবর্তীতে অসংখ্য অন‍্যায় আবদার পুরন না করায়।তাহার বিরুদ্ধে অভিযোগ করে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন উপ সচিব কামরুল ইসলাম । দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মেজর আলিমুর রহমান, ইএমই, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল), কে। বলা হয়েছে তদন্ত সাপেক্ষে ১৫ দিনের মধ্যে মতামত দাখিল করতে ।এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে কোন প্রকার তথ‍্য পায়নি তদন্ত কর্মকর্তারা।যাহা বিগত ১০ নভেম্বর ২০২০ তারিখ ২০৮৭ নাম্বার স্বারকে মোঃ কামরুল ইসলাম, উপ সচিব, জেনারেল ম্যানেজার, বিআরটিসি এ নির্দেশনা দেন।জামিল বরিশাল বাস ডিপো ম্যানেজারের দায়িত্বে থাকাকালীন সেখানেও নানা সফলতার গল্প পাওয়া যায় খোঁজ খবর নিলে।খোঁজ নিয়ে জানা গেছে, বিআরটিসি’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম কঠোর পদক্ষেপ নিয়েছেন । তিনি চেস্টা করছেন বি আর টিসিকে ঢেলে সাজাতে । তবে বসে নেই দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন পেইজেও নানা বিধি গল্প কাহিনী সাজিয়ে প্রচার করে। সফলতার বিআরটিসি’কে কুলশিত করার মিশনে রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা ।তাদের দৌড়াত্ম বিআরটিসি’র সর্বত্র। একাধিক সুত্রও প্রতিবেদককে জানায়, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর আর পিছনে তাকাতে হয়নি বিআরটিসি’কে। শৃঙ্খলা ফিরিয়ে সফলতার গল্প এখন শুধু বিআরটিসির।

Top