সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার
মু. এ বি সিদ্দীক ভুঁইয়া:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।তার নামে মামলা রয়েছে। তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।