বিতর্কিত পদায়নে ক্ষুব্ধ বঞ্চিতরা - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত পদায়নে ক্ষুব্ধ বঞ্চিতরা


মোহাম্মাদ রফিকুল ইসলাম: আওয়ামী লীগের শাসনামলে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী শহরের এসএসকে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। সেই ঘটনায় বিব্রত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ন্যায়বিচার পেতে ২০১৯ সালে ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পি কে এম এনামুল করিমের কাছে গিয়েছিলেন নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার। কিন্তু ন্যায়বিচারের পরিবর্তে সে সময় নুসরাতের বিরুদ্ধে ‘নাটক’ সাজানোর অভিযোগ থাকার পরও বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিতর্কিত এই কর্মকর্তাকে সিলেট জেলার ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ২৫ জেলা প্রশাসকের মধ্যে বেশির ভাগই আওয়ামী শাসনামলের সুবিধাভোগী ছিলেন। উপদেষ্টা পরিষদের একজন কর্মকর্তার আশীর্বাদে বিতর্কিতরা এভাবে জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। এতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ২৭ ব্যাচের কর্মকর্তা আমিরুল কায়সার। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত আছেন। এর আগে জনপ্রশাসন নৌপরিবহন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) হিসেবে কাজ করেছেন। সে সময় ‘দোহাজারী-ঘুমঘুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ’ প্রকল্পে তার বিরুদ্ধে অনিয়ম ও সরকারি টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ করেন এলএ শাখার কানুনগো।এডিসির বিরুদ্ধে প্রকল্পের অধিগ্রহণের সরকারি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগ এনে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগে কানুনগো মুহাম্মদ জাহাঙ্গীর আলম দাবি করেন, এডিসি (এলএ) আমিরুল কায়সার মহোদয় বন্দোবস্তি গ্রহীতার ওয়ারিশদের মধ্যে একদিনের মধ্যে ক্ষতিপূরণের ৫৪ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার চেক প্রদানের নির্দেশ দেন, যা ক্ষতিপূরণ প্রদান আইনের বিধি-বিধানের সাথে অসঙ্গতিপূর্ণ। ১৫ বছরের মধ্যে বন্দোবস্তির জায়গা বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ১২ বছরের মধ্যে জায়গা বিক্রি করে শর্ত ভঙ্গ করেছেন। বিক্রির সময় জেলা প্রশাসনের অনুমোদন নেয়নি। একাধিক শর্ত ভঙ্গ করায় বন্দোবস্তি বাতিল হওয়ার কথা।’ সরকারি স্বার্থ রক্ষা করায় তাকে পুরস্কারের বদলে তিরস্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঢাকা জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আওয়ামী শাসনামলের সুবিধাভোগী প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগের আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি (এলএ) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব জহিরুল ইসলামের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। জহিরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিতে বিচারক মোতাহার হোসেনকে চাপ প্রয়োগ করেছিলেন এমন অভিযোগ উঠেছে। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে মুনাজাত করে বিতর্কিত হওয়া চট্টগ্রাম ও পরে ঢাকার ডিসি মোমিনুর রশিদের ভাগ্নে তিনি।নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজীব কুমার সরকার। তিনি ২০১০ সালে আওয়ামী শাসনামলে স্বাধীনতা পদক পাওয়া প্রাবন্ধিক যতীন সরকারের জামাই। বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও পরে সচিব হিসেবে কাজ করেছেন।

সম্প্রতি সাভারের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা আবুবকর সরকারকে। আওয়ামী শাসনামলে এই কর্মকর্তা নারায়ণগঞ্জের ফতুল্লার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা আমলের সুবিধাভোগী এই কর্মকর্তার বিরুদ্ধে ৭১ বছর বয়সী বৃদ্ধকে আড়াই ঘণ্টা দাঁড় করিয়ে শাস্তি দেয়ার অভিযোগ ওঠে।২০২২ সালের ৫ জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে করা অভিযোগে ওই বৃদ্ধ বলেন, তিনি তার নাতি মো: আতিকুল ইসলামকে নিয়ে ২ জুন উভয়ের জমির সমস্যা সমাধানে লিখিত আবেদন নিয়ে ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আবু বকরের কার্যালয়ে যান। সমস্যার কথা জানানোর পর আবেদন নিতে বলা হলেও তিনি তা গ্রহণ না করে নাজিরের কাছে পাঠান। এরই মধ্যে এসিল্যান্ড অফিসের দালাল অলি মিয়া, শামীম মিয়া ও জামান মিয়া তার পিছু নেয় এবং তারা বলে, কিছু টাকা দিলে কাজ হবে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অফিস থেকে বের হলে অলি মিয়াকে দিয়ে তাদের এসিল্যান্ডের অফিস কক্ষে ডেকে নিয়ে দালাল আখ্যা দেয়া হয়।

অভিযোগে তিনি বলেন, আমি একজন বয়স্ক লোক, আমাকে জেলে দেয়ার ভয় দেখায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসিল্যান্ডের নির্দেশে পার্শ্ববর্তী নাজিরের রুমে নিয়ে আটকে রেখে ওই দিন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত আমাদের শাস্তিস্বরূপ দাঁড় করিয়ে রাখা হয়। আমি ভয়ে আতঙ্কিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি।রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলামকে। সরকারি প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে তাকে গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএস (প্রশাসন) এর এ কর্মকর্তাকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

যোগদানের সাড়ে পাঁচ মাসে তিনি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন। ঘুষের বিনিময়ে সেবা, বনের বালু লুটের চেষ্টা, সরকারি সম্পদ বিক্রি, মোবাইল কোর্টের মাধ্যমে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা প্রকৌশলীর সহায়তায় উপজেলা লাইব্রেরি সংস্কারের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ১৮ লাখ টাকা, উপজেলা পরিষদের ছয়টি টয়লেট সংস্কারের নামে ১২ লাখ ও উপজেলা পরিষদ রঙ করণের নামে আরো ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এর আগে কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে থার্টিফার্স্ট নাইটের বকেয়া বিল চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতার অপব্যহারের মাধ্যমে হোটেল কক্সটুডেকে এক লাখ টাকা জরিমানা করেন।

Top