শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বিআরটিসি বাসে ৫০ শতাংশ কম ভাড়া চালু
আলোকিত বার্তা:শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বিআরটিসি বাসে ৫০ শতাংশ কম ভাড়া চালু আছে বিআরটিসিতে।২০২২ সালে ছাত্রদের দাবীর পরিপেক্ষিতে ৫০ শতাংশ ভাড়া চালু করে বিআরটিসি। সে ধারাবাহিকতায় বর্তমানেও চালু রয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা ৫০ শতাংশ ভাড়া কমে যাতায়াত করতে পারবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।২০২২ সাল থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এ সুবিধা কার্যকর করা হয়েছিলো বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।তিনি আরো জানান, ২০২২ সালে আমরা এই নিয়ম করেছিলাম। যাতে করে বিআরটিসির যে কোন টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখালে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পায়।
এছাড়াও ২০২২ সালের নিয়ম অনুযায়ি বিআরটিসি বাসে ৫০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বলে জানিয়েছেন বিআরটিসির বরিশাল বাস ডিপোর ম্যানেজার জামিল হোসেন।তিনি বলেন,বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা তারা পেয়ে আসছিলেন তা এখনো কার্যকর রয়েছে।