রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


মোহাম্মাদ রফিকুল ইসলাম:কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকার পর আগামী রোববার(১৮ আগস্ট)থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রোববার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

Top