জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।শনিবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান,রাজধানীতে ডাকাতি,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা থেকে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান,জরুরি প্রয়োজনে বিজিবির ফেসবুক পেজে নির্দিষ্ট এলাকার কর্মকর্তার নম্বর দেওয়া আছে।সেখানে কোনো ভুক্তভোগী দ্রুতযোগাযোগ করে এই সেবা নিতে পারবেন।যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এ টহল অব্যাহত থাকবে।

Top