মঙ্গলবার খুলবে নিম্ন আদালত, বুধবার সুপ্রিম কোর্ট
মোহাম্মাদ রফিকুল ইসলাম:আগামী মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও ৭ আগস্ট বুধবার(৭ জুলাই)থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।সোমবার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়,আগামী মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে এবং আগামী বুধবার থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
এর আগে রোববার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যাক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।