আ.লীগের দোয়া ১৫ আগস্টের শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের দোয়া ১৫ আগস্টের শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ ছাড়া আওয়ামী লীগের আহ্বানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মসজিদে একই কর্মসূচি পালন করা হয়।নিজ নিজ এলাকায় দোয়া ও মোনাজাত কর্মসূচিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয়,ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

Top