বিরামহীন গত কয়েক দিন দায়িত্ব পালন কওে অনেকটাই ক্লান্ত
মোহাম্মাদ রফিকুল ইসলাম :বিরামহীন গত কয়েক দিন দায়িত্ব পালন কওে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে পুলিশ সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ রাত-দিন দায়িত্ব পালন করছে।সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে।এতে অংশ নিচ্ছে নারী লিক্ষার্থীরা।উল্লেলখ্যযোগ্য নারী অংশ গ্রহন সামাল দিতেও পুলিশকে বেগ পেতে হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কনস্টেবল বলেন, পুলিশের রিজার্ভ বিভাগে দায়িত্ব পালন করছেন। রাজারবাগ পুলিশ লাইনে সার্বক্ষণিক প্রস্তুত থাকেন। গত কয়েক দিন ধওে চলছে এ অবস্থা। দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন।
একই কথা বলেছেন রমনা থানার এক সাব-ইন্সপেক্টর। তিনি বলেন, কয়েক দিন বিরামহীনভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে। পরিবার কী জিনিস তা বলতে পারব না। শরীর আর চলছে না।
উল্লেখ্য, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’ প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই আন্দোলন এখনো চলছে। আজ বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ৬ জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।