ফের সিসিইউতে খালেদা জিয়া,শারীরিক অবস্থার আরো অবনতি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের সিসিইউতে খালেদা জিয়া,শারীরিক অবস্থার আরো অবনতি


আলোকিত বার্তা:মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।গত ৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।এদিকে সোমবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন একেবারেই ভালো নেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরিক্ষা করে সুবিধাজনক চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার কোনো উন্নতি হয়নি। সিসিউই সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা চলছে।খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দিনকে দিন খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন অসুবিধা ক্রমশ প্রকট হয়ে উঠছে। এর প্রেক্ষিতেই চিকিৎসকরা তার নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা করছেন।ডাঃ রফিক বলেন, প্রতিবারই ম্যাডামকে (খালেদা জিয়াকে) হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হার্টের পেসমেকার বসানোর পরে পরিস্থিতি বেশি জটিল হয়ে উঠছে কিনা? এমন পশ্নের জবাবে ডাঃ রফিকুল বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না।তিনি বলেন, তবে হতে পারে পেসমেকার বসানোর পরে অনেক ধরনের ‘হাই-পাওয়ার’ ঔষুধ খেতে হচ্ছে; ফলে ‘সাইড-এফেক্টের’ কারণে শারীরিক অন্যান্য জাটিলতাগুলো হতে পারে। তিনি বলেন, আসলে কি কারণে পরিস্থিতি জটিল হচ্ছে তা বোঝার জন্য মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে।দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়।৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Top