খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:রোববার দিনগত মধ্যরাতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়।এ কারণে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।রাত সাড়ে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন খালেদা জিয়া।

হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়।গত মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ১২ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

Top