বিদেশি শক্তির যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না
মু.এবি সিদ্দীক ভুঁইয়া:বিদেশি শক্তির যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলেও সাফ জানিয়ে দেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বলে জানিয়েছেন তার দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা জানান।তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷ এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল বলেন, আমাদের নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। মির্জা ফখরুলকে বলি, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের রণধ্বনি—জয় বাংলা, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের বাইরে আমরা যাব না।
তিনি স্পষ্ট করে বলেন, আজকে যতই ষড়যন্ত্র করুক, যত বিদেশি শক্তির নামে হুমকি-ধমকি দিতে পারে, শেখ হাসিনা—যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা উড়িয়েছেন—তিনি কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে।ওবায়দুল কাদের বলেন, মির্জাপুর ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে পড়েছেন। প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছেন। বন্দী মুক্তির কথা বলেন, লজ্জা করে না, (বিএনপির প্রতিষ্ঠাতা) জিয়াউর রহমান আওয়ামী লীগসহ অন্যান্য দলের ৬২ হাজার নেতা-কর্মীকে জেলে রেখেছিল। আমাদের তিন হাজার নেতা-কর্মীকে, সরকারি অফিসারকে গুম করে হত্যা করেছিল জিয়াউর রহমান। সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান ফাঁসির আদেশ জারি করতো, ফাঁসি দিয়েছিল কারাগারে। আমি কি মিথ্যা বলেছি? এর প্রমাণ আছে৷আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, কবি নির্মলেন্দু গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।