বাংলাদেশ টি ২০ বিশ্বকাপ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে
মো.ইমন হাওলাদার:বাংলাদেশ টি ২০ বিশ্বকাপ দল আজ রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। দুপুর ১টায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার টি ২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে বাংলাদেশ।এদিকে বিশ্বকাপ দলের বোলিং আক্রমণে স্পিনারদের প্রাধান্য দিয়েছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবারই বিশ্বকাপ দলে একজন অতিরিক্ত বাঁ-হাতি স্পিনার নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে গিয়ে সেভাবে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। এবার চতুর্থ স্পিনার হিসাবে তানভীর ইসলামকে দলে রাখা নিয়ে নির্বাচক দলের সদস্য ও সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি সুবিধা পায়। যদিও টি ২০ বিশ্বকাপে আইসিসি দেখবে উইকেটের ব্যাপারটা। তাই খুব বেশি সুবিধা হয়তো পাওয়া যাবে না। তবুও আবহাওয়ার কারণে স্পিনাররা একটু সুবিধা পাবে। সে দিকটা ভেবেই তানভীরকে দলে নেওয়া হয়েছেন।
টি ২০ বিশ্বকাপে তারুণ্যনির্ভর দল পাঠাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। তাসকিন আহমেদ বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক ছিলেন। অবশ্য কয়েক ম্যাচের পর। দলে এমন ছয়জন আছেন যারা কখনোই টি ২০ বিশ্বকাপে যাননি। তারা হলেন-ওপেনিং ব্যাটার তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, উইকেটরক্ষক জাকের আলী এবং দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন এবং পেসার তানজিম হাসান। তানজিদ গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন সব ম্যাচ। তানজিম সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে। বাকি তিনজনের এটাই দেশের হয়ে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।
তানজিদ হাসান ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার। তানজিমের শুরুটাও প্রায় সমসাময়িক। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন এই পেসার। এরপর বিতর্কের ঝড়ঝাপটা পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। শ্রীলংকার বিপক্ষে জয়ী ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন।
শ্রীলংকার বিপক্ষে ফিনিশারের ভূমিকায় উত্থান রিশাদ ও জাকেরের। একজন ছিলেন টি ২০তে আরেকজন ওয়ানডেতে। রিশাদ জাতীয় দলের রাডারে ছিলেন লেগ-স্পিনার হিসাবে। এরপর ওয়ানডেতে ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলে নিজেকে করে তোলেন অপরিহার্য।
জাকেরের উত্থানে অবদান আছে বিপিএলের। বিপিএলে জাকেরের সতীর্থ ছিলেন তানভীর আহমেদ। এর আগেও খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তার পারফরম্যান্সও ফেলনা নয়।স্বীকৃত টি ২০তে ৬১ ইনিংসে বল করে পেয়েছেন ৭৪ উইকেট। ক্যারিবিয়ান পিচে সাকিব ও শেখ মেহেদীর সঙ্গে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
নতুনদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নাম তাওহিদ হৃদয়। ২০২২ সালে অভিষেকের পর বাংলাদেশের মিডল অর্ডার সামলাচ্ছেন তিনি। শুরু থেকে ছন্দে ছিলেন। এবারের বিপিএলেও আলো কেড়ে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। মাহমুদউল্লাহর সঙ্গে বাংলাদেশ দলের মিডল অর্ডার সামলাবেন বগুড়ার এই ক্রিকেটার।