সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত


মোহাম্মাদ রফিকুল ইসলাম : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ সেন্টমার্টিন যেতে পারবে না।

এর আগে, বুধবার বিকেলে মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের দেখতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে যান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বিজিবি মহাপরিচালক বুধবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন।

Top