২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।গত ডিসেম্বরে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর পর ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২-এর ভোট স্থগিত করা হয়।এছাড়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় আরেকটি আসনের ফলাফল এখনো ঘোষণা করতে পারেনি ইসি।আওয়ামী লীগের পর ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে।তারা জয় পেয়েছে ৬১টি আসনে।

ইসি সূত্র জানায়, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। একাদশ সংসদে তারা পেয়েছিল ২৩ টি আসন।এছাড়া ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি ও জাসদ ১ টি করে আসনে জয়ী হয়েছে।এর আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৮টি আসন পেয়েছিল।

Top