মাঠে নামছেন ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট
মো.মুরাদ হোসেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে শুক্রবার (০৫ জানুয়ারি) মাঠে নামছেন ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।তারা জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবেন।এ বিষয়ে আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার বলেছেন, বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা। এই দণ্ডগুলো একটু বেশি, তিন থেকে সাত বছর আছে।