বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা


মো.মুরাদ হোসেন : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে।শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে আগত প্রতিনিধিদের জন্য ইমিগ্রেশন এলাকার ঠিক আগে লাউঞ্জটি স্থাপন করা হয়েছে।আগত প্রতিনিধিদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং হোস্ট কর্মকর্তারা প্রস্তুত থাকবে।

যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য আগ্রহীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে ই-মেইল: pro@mofa.gov.bd এবং মোবাইল +৮৮০১৭৫৪-০৬৮৫২০-এ যোগাযোগ করতে পারেন।

Top