নিবন্ধিত আরও দুটি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধিত আরও দুটি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত আরও দুটি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।দল দুটি হলো- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ইনসানিয়াত বিপ্লব।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও নির্বাচনকে অংশগ্রহণমূলক না করে একপেশে নির্বাচন করার পথে এগোচ্ছে। যা দেশকে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে।

ইনসানিয়াত বিপ্লব নির্বাচনে না যাওয়ার বিষয়ে শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়ে জানিয়েছে। ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার যুগান্তরকে বলেন, ‘আমরা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলেছি, দ্বাদশ সংসদ নির্বাচনের অংশগ্রহণ করার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন সম্পূর্ণ অসম্ভব বিধায় জনগণ-রাষ্ট্র-গণতন্ত্র ও সংবিধানের প্রতি বিশ্বস্ততা রক্ষায় নির্বাচনে অংশগ্রহণ করছি না।

Top