গার্মেন্টসে চাকরি করে হাজার কোটি টাকার মালিক,দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গার্মেন্টসে চাকরি করে হাজার কোটি টাকার মালিক,দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ


সেপ্তার গাজী পুত্র গাজী মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগ।পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পার্টিকেল বাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক এর সন্তানের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জিত হওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রসঙ্গে দুদুকে আবেদন করেন রুপম হাওলাদার। আবেদনটি গ্রহণ করেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়। অভিযোগ সূত্রে জানা যায়,১কোটি ৪০ লাখ টাকার গাড়ি ল্যান্ড ক্রুজার প্যারাডো।বসুন্ধরায় চারটি ফ্লাট,ভাটারায় দুইটা ফ্ল্যাট, বাটারা মৌজায় একটি বাড়ি ছয়তলা। গ্রামের বাড়িতে আনুমানিক ৫০ বিঘা জমি রয়েছে। ২কোটি টাকায় রেস্টুরেন্ট করেছেন বসুন্ধরায়। স্টুডেন্টের নাম এম আর জি (মিজানুর রহমান গাজী)।রবিন টেক্সট কোম্পানির কাছ থেকে অবৈধভাবে ২০কোটি টাকা কোম্পানির থেকে আত্মসাত করেছেন। কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়েছে দুর্নীতি কারণে।

রাজবাড়ী সঞ্চয় ইউনিট সমিতি কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন ৩৭লক্ষ টাক।গার্মেন্টস শ্রমিকের কষ্টের টাকা ১০০০ টাকা করে সঞ্চয় করা সেই টাকা আত্মসাৎ করেছেন সে সমিতির সভাপতি থাকাকালীন সময়। সংবাদকর্মী গণ মুঠোফোনে মিজানুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব তথ্য মিথ্যা এবং বানোয়াট,আমার কাছে টাকা থাকলে আমি তো গাড়ি কিনবই এবং বাড়ি করবোই তাতে আবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কি?এ বলে গণমাধ্যমের ফোনের লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে।

এ বিষয়ে অভিযোগকারী রূপম হাওলাদার বলে, আমি গার্মেন্টস শ্রমিক, আমি প্রতি মাসে ১০০০ টাকা করে সঞ্চয় করতাম আমার টাকা সহ অনেক গার্মেন্টস শ্রমিকের টাকা ওখানে সঞ্চয় করেছিল। সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন।তাই আমি সকল শ্রমিকের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশন (দুদকে) অভিযোগ দিতে বাধ্য হয়েছ।আপনারা জানেন সে গার্মেন্টসে চাকরি করে সে হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়। আমাদের টাকা আত্মসাত করে আজকে সেই কোটি টাকার মালিক।এ বিষয়ে, দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান জানান আমরা একটি অভিযোগ পেয়েছি । যদি তদন্তে দুর্নীতি প্রমাণিত হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top