কারিগরি বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : প্রশ্নপত্রের ত্রুটির কারণে কারিগরি বোর্ডের এইচএসসির স্থগিতকৃত বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এইচএসসি (বিএমটি/বিএম) বাংলা-১ (নতুন ও পুরাতন সিলেবাস) পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি শুক্রবার (১৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।গত ৬ নভেম্বর এ পরীক্ষা শুরু হলেও প্রশ্নপত্রের ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছিল।
ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ জানান।