চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিৎ করেন।উপমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

Top