রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:পবিত্র রমজান আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে সফেদ শুভ্র বানিয়ে দেয়। যদি আমরা এটাকে সঠিক ব্যবহার করতে পারি, সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি এবং আমল করতে পারি। মাহে রমজান উপলক্ষে অনলাইনের এক বিশেষ আলোচনায় রাজধানী ঢাকার ধানমণ্ডির ঐতিহ্যবাহী তাক্বওয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাফিজ মারুফ এসব কথা বলেন।তিনি বলেন, পবিত্র রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম বা রোজা পালন করা।
তাক্বওয়া মসজিদের ইমাম আরও বলেন, রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আর তাকওয়া অর্জন মানে এই নয় যে, আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকা। কারণ, আমরা তো হিংস্র প্রাণিকে ভয় পাই, আমরা বাঘ, সিংহ জাতীয় প্রাণিগুলোকে ভয় পাই। বিষাক্ত সাপ ও পোকামাকড়কেও আমরা ভয় পাই। মহান আল্লাহ সুবহানুহু তায়ালাকে আমরা সেরকম ভয় পাই না। কারণ, আল্লাহ তায়ালা একই সঙ্গে যেমন ক্বহহার বা পরাক্রমশালী, ঠিক তেমনিভাবে তিনি গফফার বা দয়াবান। এজন্য একজন বান্দা যখন ভয় ভক্তি ও ভালোবাসার সংমিশ্রণে আল্লাহকে স্মরণ করে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে তখন সে মহা পুরস্কারে ভূষিত হন। ওই ব্যক্তি আল্লাহ সুবহানুহু তায়ালার নৈকট্য অর্জনে সক্ষমতা লাভ করেন।