পবিত্র শবেবরাতে আতশবাজি নিষিদ্ধ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র শবেবরাতে আতশবাজি নিষিদ্ধ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:শবেবরাতে আতশবাজি ও পটকাসহ সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারার ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

Top