রমজান উপলক্ষে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:আসন্ন রমজান উপলক্ষে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।মঙ্গলবার ১৪৪৩ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়।চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস আগামী ৩ এপ্রিল রোববার শুরু এবং শেষ হবে ২ মে।সময়সূচি অনুযায়ী, প্রথম রমজানে সাহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে এবং ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৩ মিনিটে। এদিন ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।

মঙ্গলবার সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

Top