একজন আসামিকে নিয়ে এখন মানবতার কথা উঠে আসছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একজন আসামিকে নিয়ে এখন মানবতার কথা উঠে আসছে। আজকে যারা মানবতার কথা বলে; যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তখন মানবতা কোথায় ছিল, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল মানবতা? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার আঘাত করা হয়েছিল- তখন কোথায় ছিল মানবতা?শনিবার নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা উপকার পাইনি। বিএনপি, জামায়াতসহ সব মানুষ কোনো না কোনোভাবে সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়েছে। তিনি বলেন, করোনাকালীন সরকার সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। কিন্তু বিএনপি বলেছিল, দেশের লোক না খেতে পেয়ে মারা যাবে কিন্তু কেউ না খেয়ে মারা যায়নি।পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর সভাপতি শাহিন মনোয়ারার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।