চার জেলায় ২২ নেতাকে বহিষ্কার আ.লীগের - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চার জেলায় ২২ নেতাকে বহিষ্কার আ.লীগের


এবি সিদ্দীক ভুঁইয়া :বরিশাল, সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় ২২ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাতজন, সাতক্ষীরা সদর উপজেলার ৯টি ইউনিয়নে নয়জন, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একটি ইউনিয়নে দুজন এবং খাগড়াছড়ির মাটিরাঙা ইউনিয়নে চারজনকে বহিষ্কার করা হয়। আগামী ১১ নভেম্বর এসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল : সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাতজনকে বহিষ্কার করা হয়। শুক্রবার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- রায়পাশা কড়াপুর ইউনিয়নে হাবিবুর রহমান খোকন ও মিজানুর রহমান জাকির, শায়েস্তাবাদ ইউনিয়নে রুবেল হোসেন মামুন, চরমোনাই ইউনিয়নে গিয়াস উদ্দিন হাওলাদার, চরকাউয়া ইউনিয়নে সুলতান আহমেদ খান ও হারুন-অর রশিদ এবং চাঁনপুরা ইউনিয়নে জাহিদ হোসেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু রশিদ ও সাধারণ সম্পাদক শাজাহান আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঘোনা ইউপির আব্দুল কাদের, বাঁশদহা ইউপি আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও শিবপুর ইউপিতে প্রার্থী আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কুশখালি ইউপিতে গোলাম মোস্তফা বাবু, কুশখালি ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, একই ইউনিয়নের সহসভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাঁড়ি ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মজনুর রহমান মালী এবং কুশখালি আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী জানান, তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু গুরুত্ব না দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রামগতি (লক্ষ্মীপুর) : কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আশ্রাফ উদ্দিন রাজন রাজু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস শ্রীপদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চরকাদিরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রাজু এবং তাকে সমর্থন করায় ডালিমকে বহিষ্কার করা হয়। রাজু বলেন, বহিষ্কার নিয়ে তিনি বিব্রত নন।

মাটিরাঙা (খাগড়াছড়ি): মাটিরাঙা উপজেলার চার ইউনিয়নে চার বিদ্রোহী প্রার্থীকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মাটিরাঙার তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর (আনারস), উপজেলা যুবলীগের সদস্য ও বড়নাল ইউনিয়নে প্রার্থী মো. ইলিয়াছ (চশমা), গোমতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ফারুক হোসেন লিটন (আনারস) এবং বেলছড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন মিয়া (আনারস)। প্রার্থী লিটন বলেন, ফেসবুকে দেখেছি আমাকেসহ চার প্রার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কোনো চিঠি পাইনি। এর আগে মাটিরাঙার আমতলী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির আলী ভূঁইয়া এবং তাকে সমর্থন করায় চারজনকে বহিষ্কার করা হয়।

Top