বিশ্বকাপে ‘হোয়াইটওয়াশ’ টাইগাররা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে ‘হোয়াইটওয়াশ’ টাইগাররা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি দু:স্বপ্নের মতো কেটে গেলো বাংলাদেশ দলের।বাছাই পর্বের বাধা পার করা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি চূড়ান্ত পর্বে হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের মতো বড় আসরে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে।অসিদের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আপনার যখন এই ধরণের পারফরম্যান্স থাকে, তখন অনেক কিছু বলা শক্ত। এমন অনেক ক্ষেত্র রয়েছে যা আমাদের দেখতে হবে, বিশেষ করে আমাদের ব্যাটিং। আমরা যে উইকেটে খেলেছি সেগুলো ব্যাটিংয়ের জন্য সেরা। বাংলাদেশে ফিরে গেলে কী ভুল হয়েছে তা বের করতে হবে।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ম্যাচ জিতলে হলে পাওয়ারপ্লের ম্যাচগুলো কাজে লাগাতে হবে। সে জন্য আপনার হার্ড হিটার ব্যাটসম্যান প্রয়োজন। কিন্তু আমাদের একজনও হার্ড হিটার ব্যাটার নেই। আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই গতির প্রয়োজন, কিন্তু আমরা তা করতে করিনি।রিয়াদ বলেন, বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে, বিশ্বকাপ খেলতে আসার আগে আমাদের কিছু ম্যাচে ধারাবাহিক জয় এসেছে। সেটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।অধিনায়ক আরও বলেন, আপনি যদি দেখেন, চূড়ান্ত পর্বে আমরা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য তা হয়নি। আমি আশা করি সমর্থকরা আমাদের ওপর ভরসা রাখবেন; আগের মতোই সমর্থন করে যাবেন।

Top