দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে
আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। শুধু পূজা নয়,সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে।মঙ্গলবার(১২ অক্টোবর)রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়।ধর্ম যার যার উৎসব সবার,এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ।তিনি বলেন,যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল,তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।