দেশের প্রচলিত নিয়মানুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত
আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না।দেশের প্রচলিত নিয়মানুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।তিনি বলেন,নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়,তা হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর বলেও জানান ওবায়দুল কাদের।