গাজীপুর ও রংপুর মহানগরে হলো দ্রুত বিচার আদালত
আলোকিত বার্তা:গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্য একটি করে দ্রুত বিচার আদালত গঠন করেছে সরকার। গত ১৯ আগস্ট এ দুটি আদালত গঠন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।এতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২’ এর ধারা ৮-এর উপধারা (১) এ দেয়া ক্ষমতাবলে সরকার গাজীপুর মেট্রোপলিটন এলাকার জন্য একটি ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্য একটি দ্রুত বিচার আদালত গঠন করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জানা যায়, ২০০২ সালে দ্রুত বিচার আইনটি প্রথম কার্যকর করা হয়। তখন বলা হয়েছিল দুই বছর পর্যন্ত এটি বলবৎ থাকবে। পরে বিভিন্ন সময় কার্যকারিতার মেয়াদ বাড়ানো হয়।
২০০৪, ২০০৬, ২০১২, ২০১৪ সালে এ আইনের কার্যকারিতার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৪ সালে মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছিল। সে মেয়াদ ২০১৯ সালের ৭ এপ্রিল শেষ হয়। ২০১৯ সালে আইনের কার্যকারিতার মেয়াদ আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, যানবাহনের ক্ষতি করা, স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনসহ গুরুতর অপরাধ দ্রুততার সঙ্গে বিচারের জন্য আইনটি করা হয়।