কওমি মাদ্রাসা খোলার অনুমতি পাওয়ার দাবি, সরকার বলছে সত্য নয় - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসা খোলার অনুমতি পাওয়ার দাবি, সরকার বলছে সত্য নয়


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি সত্য নয় বলে জানিয়েছে সরকার।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত)মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।যা সত্য নয়।

Top