রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন


আলোকিত বার্তা:আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন।মামলাটি খতিয়ে দেখার জন্য প্রসিকিউশনকে বলা হবে।মঙ্গলবার (১৮ মে)রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।তার আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াছ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আইনমন্ত্রী বলেন,আমি উদ্যোগ নেওয়ার কারণে রোজিনা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়নি।তার রিমান্ড বাতিল করার ব্যবস্থা করেছি। রোজিনার মামলাটি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন।

Top