ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ১৭১৪ জন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ১৭১৪ জন


আলোকিত বার্তা:চলমান‘লকডাউন’এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে সোমবার(৩ মে)ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ১ হাজার ৭১৪ হাজতি। ১৫ কার্যদিবসে মোট ২৬ হাজার ৩০৮ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।তিনি জানান,গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে সোমবার ৩ মে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ৩৫৬৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৭১৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।এছাড়া মোট ১৫ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩৪৫ জন বলে জানান তিনি।

Top