রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে


আলোকিত বার্তা:রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার(২৪ মার্চ)দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচরে বসবাসের জন্য সকল সুবিধা বিদ্যমান।সাগর পাড়ের এলাকাটি অত্যন্ত পরিবেশবান্ধব।তাই ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের জন্য সব সময় দরজা খোলা রয়েছে।তিনি বলেন,ভাসানচরে জোর করে কাউকে পাঠানো হবে না।যারা নিজ ইচ্ছায় যাবার কথা বলেছেন এর আগে তাদেরকে কেবল নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ড নিয়ে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে যদি তদন্তে কারো বিরুদ্ধে যদি দুরভিসন্ধি বা নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিবিরটি ঘুরে ঘুরে দেখেন। মন্ত্রী এ সময় গৃহহারা রোহিঙ্গাদের মাঝে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‌্যাব) বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।তিনি গৃহহারা রোহিঙ্গাসহ স্থানীয়দের দুর্ভোগ দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য স্থানীয় প্রশাসনসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এগিয়ে নিতেও পরামর্শ দেন।

Top